আঙিনা ডিঙ্গিয়ে  
অরুণ কারফা


আমার আঙিনায় তার আনাগোনা
-ঘনিষ্ঠদের  পছন্দ হলেও -
অনিষ্টকারীদের সহ্য হয় না।


তাই  সম্ভাবনাময় ঝকঝকে বীজ
ছড়িয়ে দিলে সূর্যমুখীর
______  রিক্ত সিক্ত ছোট্ট বাগানে,
এত বেশি কাক করে গিজগিজ
আবেদন নিবেদন করে খারিজ
                       সব গুলোই গিলে ফেলে তারা __
                       একটাও চারা মাথা চারা দেয় না।


নিরুপায় হয়ে আমিও তাই
সন্ধ্যে হলেই আকাশ পানে চাই,,,,


                    যখন তুষারের মত জ্যোৎস্না ঝরে
                    আগাছাকেও মনোরম করে


আর তাতেই বোধহয় চৈতন্যের উদয়ে
হারিয়ে যাওয়া সাতরঙা মন
খুঁজে পেতে হারানো ধন.....
               আঙিনার চৌহদ্দী ডিঙ্গিয়ে
বলাই বাহুল্য,
            নতুন বন্ধু খুঁজে পেতে
মেলে দেয় তার রুপোলি ডানা।