ভালবাসার চাষ
অরুণ কারফা


ভালোবাসার চাষ করে ফেলেছিলাম
দিনের বেলায়
           নীল আকাশের বুকে,
এই ভেবে, সন্ধ্যা হলে হেলে দুলে রাখব ফসল ঘরে তুলে
তারার মেলায়
           ভাসতে ভাসতে সুখে।  


হ্যাঁ, প্রকৃত প্রেম মানে তো শুধুই সুখ নয়
বাস্তব জীবনে ঠিক যেমন  হয়...
ভেসে তার বানে কত গুণীজনে
হেসে যখন ভাবে সেই সব জানে
ঠিক তখনই ডুবেছে ধনে মানে।


তাই আগে ভাগে চেয়েছিলাম ব্যবস্থা করে রাখতে
যাতে ,
ভব সাগরে প্রেমে মজে
দুখের মাঝে সুখ খুঁজে
পরের ভাঁড় না হয় হাতড়াতে
শেষকালে ভোররাতে।