সবটাই কল্পনা
অরুণ কারফা


কল্পনার থেকে জন্ম নিয়ে ভাবনা গুলো যখন গায়ে ফুঁ দিয়ে
নিস্তব্ধ জল্পনার দুপুরে কলকল করে বয়ে যাচ্ছিল,
... একটা আবেশে মনটার উপর পরশ জুগিয়ে...
তখনই বাস্তবের আকাশ থেকে একখান কুসুম ছিঁড়ে পড়ে সেই প্রবহমান ঢেউয়ের ছন্দে বিঘ্ন ঘটাল উত্তাল সমুদ্রে ভাসমান চাঁদের মতন।
আমি জেগে উঠে দেখলাম। সূর্য অস্ত না গিয়ে পূর্ব দিগন্তে রক্ত ছড়িয়ে জেগে উঠছে.....
চারদিকে শাঁ শাঁ করে তীরের গতিতে ভাবনার আদান প্রদান হচ্ছে।
আর উৎপাটিত  হচ্ছে পরাবাস্তবের বাণী যা, এতক্ষণ আমায় অলীক স্বপ্নে বিভোর করে রেখেছিল।