স্বপ্নের খরা
অরুণ কারফা


              ,,, স্বপ্ন দেখে যারা তাদের দলে আমি নই,,,


এ মহা বিশ্বে গা-সহা দৃশ্যে
এত বেশি থাকি বসে আলস্যে
বিরোধিতা করা বাতুলতা ভেবে
মুখ বন্ধ করে সব কিছু সই।


এ ব্যাপারে আমি নই শুধু একা....


         থামে না যাতে
জীবনের চাকা  - পথে আঁকা বাঁকা,
এমন মানুষ বেশ যায় দেখা
      ,,, তাদের খোঁজ করে
বলয় গড়ে আতঙ্কিত হয়ে সুরক্ষিত রই।


তাই, আগুন লাগলে কৃষ্ণচূড়ায়  
প্রেমিক এলে জোড়ায় জোড়ায়
মৌমাছি দিতে সে খবর যখন
চারিদিকে তোলে এক গুঞ্জন
সাবধানী হয় স্বার্থান্বেষী মন,
     -  দখিনা হাওয়ায় যদি সে  বদলায়  -
একথা ভেবে আগল চেপে
নিজের ভাগ্যের উপর ক্ষেপে
দরজা জানলা বন্ধ করে রই,
            ,,,,, স্বপ্ন দেখে যারা তাদের দলে আমি নই,,,।