বসন্তের ছলনা
অরুণ কারফা


দখিনা হাওয়া দুলে দুলে
ঘোর বসন্তে ফুলে ফুলে
ভরিয়ে দিলে কৃষ্ণচূড়ার খোঁপা,
       মন বলে হৃদয় তলে
  ভুল করলেও পথ ভুলে
সঠিক পথেই রেখেছি তখন পা।


তবে হ্যাঁ, এটাও বলি,  আশার কথাও শোনায় অলি....


,,,,,, অস্ফুট স্বরে গলা সেধে
ভোমর যখন কোমর বেঁধে
                ঘোষিত করে শোষিত জনের আমৃত্যু লড়াই করার বাসনা,
আশা নিরাশার দোলাচলে
পড়েও প্রেমের যাঁতাকলে
                 আশাবাদী তখনও বলে
                 ললনার ছলনায় ঘুণাক্ষরেও ভুলোনা।