পরাজয়
অরুণ কারফা


             কথায় কথায় বলি আফসোসে
সব মিলিয়ে ভালোই ছিল সে....
একটু হাসি একটু গোঁসা
  কখনো পূর্ণিমা,  অথবা অমাবশ্যা
,,,
           সোহাগ কিংবা বিরক্তি
যেমনটাই হোক প্রকৃতি
           মিলিয়ে মিশিয়ে ভালো লাগত তাই  
মন চাইত আমার তাকেই
            এরই নাম হয়ত ভালবাসা।


কিন্তু ভাবিনি মেঘেরা এসে
একদিন ছেয়ে আঁধারে আকাশে
দৃষ্টি করবে এত ঝাপসা,
আশার জায়গা নিয়ে হতাশা
ভাঙবে সযত্নে গড়া বাসা...
  
        ///এটাই হল চিন্তার বিষয় ///
মেঘ কাটলে যদিও মনে হয়
       আবার গড়া যাবে নীড়
       কিন্তু এলে অশান্ত সমীর
নড়বড়ে হলে তার ভিত
অথবা ভুল করে বসলে কচ্চিৎ
ভেস্তে দিয়ে পরিকল্পনা
অজানা অদেখা সময় অচেনা
     লিখে দিয়ে অদৃষ্টে পরাজয়
নির্মূল করে সঞ্চিত আশা।।