দেরী
অরুণ কারফা


এ কি শুধুই কাকতালীয় ঘটনা,
                  নাকি, এর পিছনে রয়েছে নির্ঘাত
অদৃশ্য কোনো লম্বা হাত
         আর সুনির্দিষ্ট পরিকল্পনা!


সব জায়গায় সব পরিস্থিতিতে পৌঁছতে হয় দেরী আমার.....
শেষে তাতে হলেও পস্তাতে
সব সময় তা কেন যে হয়
সে সম্বন্ধে নেই, ধারণা।


            হয়ত এসেছি দেরীতে জগতে
             হয়ত মেলেছি দেরীতে চোখ
নয়ত , বলতে শেখায় দেরীতে
ফেরি করতে দেরী হয়ে যায়
----স্বপ্ন দেখানোর ভাবনা ।


           তাই, ঘুম ভাঙলে পাইনা দেখতে, কোনো দিনই সময় থাকতে
বিন্দু বিন্দু শিশির কণা,


       আবার তেমনই,
কোকিল কণ্ঠে বসন্ত এসে
বিদায় নিলে মিষ্টি হেসে
যতক্ষণে যাই বাগানে
      ততক্ষণে ঈশান কোণে
      কাল বৈশাখী শুরু করে দেয়
ঊর্ণা মেঘের বন্দনা।