ধ্বংসায়ন
অরুণ কারফা


সে এক ছিল সময় যখন.....
যে কোনোদিন ভোর হলে,,
        পাখির ডাকে জানলার ফাঁকে
        অনিচ্ছাতেও আঁখি মেলে
দেখতে পেতাম, ঘাসের গালে
শিশির পড়ে থরে থরে,
       তুলছে হাসির ফোয়ারা কেমন,
বোঝাই যেত না জানে কিনা  
       ঘনিয়ে আসছে মৃত্যুর ক্ষণ।  


হ্যাঁ তবে, অষ্ট প্রহর পরে
          আবার মস্ত মাঠ জুড়ে
    নবোদ্যোমে নতুন উৎসাহে
         হতই তাদের নবাগমন।


সেই সময়েই,
করলেও কচ্চিৎ বৃক্ষ নিধন
         হয়ত ভালবাসার ছলে
         নয়ত অনুতাপের ফলে
আরো বেশি যত্ন করে
কাঠুরিয়া স্নেহ ভরে
       করত বেশি চারা রোপন।


তার পরেই এলো সময় এমন....
      প্রগতির রথে গতি আনতে
      লোভী শ্রেণী ভিন্ন পথে ,,,
ক্রমান্বয়ে এক নাগাড়ে
বিশ্বায়নের নকল আড়ে
অপরিকল্পিত ভাবে
  সুপরিকল্পিত স্বভাবে
যে ভাবে করল নগরায়ন,,,,
          চুলোয় গেল গ্রামোন্নয়ন।