ধ্বংস লীলা
অরুণ কারফা


ঐ যে উড়ন্ত পাখিটা, কাক হতে পারে কোকিলও যেটা,
তীরবিদ্ধ হয়ে পড়ে গেলে ভূঁয়ে  বিদ্বজ্জন আসে দৌড়ে জল নিয়ে
অথচ ব্যাধকে থামালে সময়ে  
                                              হয়ত হত রোগ নিরাময়।


   কিন্তু, কেউ কি ভাবে?
বাঁচবে কীভাবে   ভবিষ্যতের দূষিত গর্ভে
....ওর তুলতুলে আর ফুটফুটে প্রাণ....
               বিরান হয়ে গেলে মরুদ্যান ।