চাঁদের বিপত্তি
অরুণ কারফা


বলছি একটু আক্ষেপ করেই,
সেদিন অকস্মাৎ
চাঁদ  যখন ফিরছিল তার শোয়ার ঘরে....
        ।
  শুকনো পাতা বয়সের ভারে  
অনিচ্ছা সত্বেও ঘুরে ঘুরে    
  মাটির টানে ধীরে ধীরে আলতো ভাবে পড়ছিল ঝরে,
        আর উতল হাওয়ার পদধ্বনি  হেমন্তেই যা কেবল শুনি,
গাইছিল গান তাদের 'পরে
                 মিষ্টি সুরে মর্মর স্বরে।


কিন্তু তারপর যা ঘটল   হঠাৎ  এর মাঝখানে,
ভয় পেয়ে গিয়ে অকারণে ,
দপ করে গেল জ্যোৎস্না নিভে  
           কৃষ্ণকালো মেঘের হুংকারে।
         ।
পরোপকারী জোনাকির দল ,
এমনিতে যারা জ্যোৎস্নার আলোয় বিরল, এগিয়ে এসেও হলো না সফল
             চাঁদকে দেখাতে রাস্তার দিশা অন্ধকারে ,
কারণ, হাওয়া তাদেরকে উড়িয়ে দিয়ে
                  নিয়ে গেল তেপান্তরে।