শুভ্র জ্যোৎস্নার বিড়ম্বনা
অরুণ কারফা


পদ্ম পাতা হাতে নিয়ে,
            খোলা মাঠে ছিলাম গিয়ে,
উদ্দেশ্য ছিল চাঁদের থেকে জ্যোৎস্না করে ধার
               মুখ মণ্ডলে মাখিয়ে দিয়ে জেল্লা বাড়াবো প্রিয়ার।


আপত্তি ছিল না চাঁদের তাতে
          কারণ, যা পায় সারা রাতে
          তার থেকে দিলে এক চিলতে  
এমন কিছুই কমবে না তার।


বাধ সাধল কালো ভ্রমর.....
                 বলল যদি সাদা ছাড়া অন্য কিছু মনকাড়া না মনে হয় তবে,
তৎক্ষণাৎ সেও বিদায় নেবে,,,,
                      ফুল গুলো কি ফুটবে বাগানে আর?