মোহ ভঙ্গ
অরুণ কারফা


কবে ছাড়লাম তার সঙ্গ
কেন হয়েছিল মোহ ভঙ্গ
... ঠিক মনে নেই, তবে ....
               সঙ্গত কারণেই হবে।


বডড বেশি করত বিরক্ত,,,
     ---কেন ভাবি না তাদের জন্য
         সংখ্যাধিক্য হয়েও নগণ্য
     ---কেন বুঝাই না কাছে গিয়ে
        সমাজ কত যাচ্ছে পিছিয়ে - - -  


এসব শুনে মনে মনে
ভাবতাম আমি ক্ষণে ক্ষণে
কী হবে ঘরের খেয়ে
বনের মোষ তাড়িয়ে,
যতক্ষণ না সে যন্ত্রণা ছাড়াত সহ্যের সীমানা
ধৈর্যের বাঁধ গুঁড়িয়ে দিয়ে।


                     হ্যাঁ, তারপর একদিন এলো ফাগুন
                     কৃষ্ণচূড়ায় লাগলো আগুন
       মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে
       পলাশ বনের ফাঁকে ফাঁকে
       শুরু করল তাদের গুন গুন
       আমি ভাবলাম বোঝাই তাকে
       এমন শান্ত পরিবেশকে
        কীভাবে হবে কাজে লাগাতে
প্রেমের বাণী ছড়িয়ে দিতে,,,,

সেসব কথায় কান না দিয়ে
        সে বোঝালো স্ফুলিঙ্গ নিয়ে
        কী ভাবে দাবানল জ্বালালে  
বিপ্লব ছড়িয়ে পড়বে চকিতে ।