অন্ধকারকে তাড়া
অরুণ কারফা


অন্ধকারকে বললাম আমি :ভাই, হাতের কাজ বাকি
          একটু হলেও দাঁড়া।
ভোর হলেই তোর
       কীসের এত     তাড়া?
সে বলল:  না তা কিছুতেই হয় না,
          অমন করে ধরে না বায়না।
          আসব না হয় আবার একটু পরে,
          সন্ধ্যে হলেই প্রতিটা ঘরে ঘরে।
          হ্যাঁ, তার আগে দিনের আলো থাকতে থাকতে
          কর এমন এক ব্যবস্থা যাতে,
          তাদের ভয়ে যাদের ছেলেরা আছে দুধে ভাতে
          যাদের নেই মুখ না লুকোতে হয় অন্ধকারে রাতে।