দুচোখের দূরত্ব
অরুণ কারফা


দুচোখের মাঝে.... দূরত্ব এত যে,
              বোঝে না সে কোনটা শেষে
প্রকৃত রূপ আমার সহজে।


ভাবে এক চোখে আমায় দেখে
পারব না ছেড়ে থাকতে তাকে,
                আবার যেই দেখে অন্য চোখে
দৌড়ে যেতে পরের ডাকে ,
এতই বেশি হয় বিহ্বল
দুচোখে নামে জলের ঢল।


সেই অশ্রু মুছে দিতে গিয়ে
দু হাত দিয়ে ধরলে জড়িয়ে
                 মনে হয় তা ঝরলেই ভালো
যদি দেখায় সবারে আলো।


আর এও বেশ বুঝতে পারি
রণে সঙ্গ না দিলে নারী
                 মনের কোণের ছায়া তারই
এত বেশি দেয় মনোঃকষ্ট যে
পরার্থে বাঁচা যায় না সমাজে।