মতিভ্রমণ
অরুণ কারফা


কথা গুলো তার
              পথ চলতে আমার  
      মাঝে মাঝে বাজে কানে,
আফসোস হয়      থাকতে সময়
               কেন বুঝিনি মানে।


অবশ্য ভাবি,
বুঝতাম কী করে
প্রকৃতি যখন দিত মুঠো ভরে
যা আছে তার শ্যামলী বাহার
উপেক্ষা করা যায় না যা , আর,


              আরো অনেক কিছুই আছে ভাবার
              -পাও যে চলত গুটি গুটি করে
              বাঁকা পথ ধরে নূপরের সুরে ;
যখন কিনা না চাইলেও ভীষণ
উদাস হত ছাড়া পাওয়া মন
কোকিলের কুহু ডাকে,
               এমতাবস্থায় তোমরাই বলো,
               কার মতি ঠিক থাকে?


তাই চক্রব্যূহের ফাঁদে পড়ে
দিতাম আত্মসমর্পণ করে
নিজের বিচার বুদ্ধি আমার
প্রায় প্রতিটি বাঁকে।