বিবাহ বিচ্ছেদ
অরুণ কারফা
08.05.23


জোয়ারের ডাকে চাঁদ তাকে
দিলেও নীরবে সাড়া,
প্রেমের রসায়ন ব্যর্থ হতে ভাঁটা পড়ে উৎসাহতে,,,, আর,
তাই, দেখতে না দেখতে
                                   ধীরে ধীরে
মোহানা ছেড়ে সাগর ফিরে                                    
           যাওয়ার জন্য দেখায় তাড়া।


তবুও চলে যুগ যুগ ধরে
প্রেম বিরহের এ'রম খেলা.....
সেই জন্য তাই কখনো,
                     ফল ভয়ংকর হবেও জেনে
পতঙ্গ দেয় ঝাঁপ আগুনে
           সাঙ্গ করতে মিলনের পালা।


তবে, পার্থক্য আছে দুটোর মাঝে .........
                   একদিকে,  বিচ্ছেদের মধ্যেও জ্যোৎস্না বিলিয়ে
বিষন্ন সাগরের মন ভুলিয়ে
                      ফিরে আসতে রাজি করে তাকে চাঁদ,
কিন্তু, আবার বিদ্বেষের রূপে
       আগুনের অন্ধকূপে
কোনো কোনো বিচ্ছেদ আকর্ষিত কোরে
      কারুর কারুর চিরতরে
সর্বস্ব করে
                 আত্মসাৎ।