সৃষ্টির অধঃপতন
অরুণ কারফা


ঐ যে ঐ সূর্যটা, না চাইলেও বেশ বোঝা যায়
প্রত্যেকদিন যখন ওঠে
এক চিলতে নতুন হাসি
        অনেক আশা নিয়ে ফোটে।


একটু পরে এও বোঝা যায়
                সময় যত এগিয়ে চলে
চোখ রাঙানি উপেক্ষা করে
ওরই সামনে গায়ের জোরে
                মানুষ মানুষকেই দলে।


          এই দুঃখেই সে বোধহয়
গোধূলির যেই আগমন হয়,,,,
          জড়িয়ে পড়েও মায়া জালে
          সৃষ্টির মোহ ছাড়ার কালে
স্নিগ্ধ বাণী একটুখানি
ছড়িয়ে দিতে রাতের রাণী
            চাঁদকে আলো দিয়ে বলে।