স্বপ্ন হলেও মিষ্টি
অরুণ কারফা


সেই উপত্যকাটা আর দেখিনা
অগভীর ঘুমের সচেতন স্বপনে...
একদিন একসাথে যেখানে,,,,,
        চাঁদ আনবে বৃষ্টি আলোর
       মেঘ ঢালবে ঝর্ণা কালোর
       বৈষম্যহীন সমাজ জীবনে ।


বইবে ভালবাসার নদী
সমান ভাবে করে সমৃদ্ধি
        যতদূর দেখা যায় দু'কুলের ;
আর, মানুষ জন ভুলে বিভাজন
ভাগাভাগি করে নেবে সব ধন
        যেমন নেয় মৌমাছি মুকুলের।


অপূর্ণ থাকলেও এই স্বপন
তবু বোঝা যায় এর প্রয়োজন।