গুরু ছাত্রের সমীকরণ
অরুণ কারফা


শিক্ষান্তে গুরু যদি বলেন :
সুরে আছে ছন্দে নেই
অথবা ছন্দে সুর নেই
      এমন কোনো তাল খুঁজে পেতে        
       তাহলে হবে না দক্ষিণা দিতে,
কেউ মনে করলেও
এ তো অতি সহজ কাজ  
ভালো ছাত্রের মাথায় তাতে
পড়বেই বিনা মেঘে বাজ।


হন্যে হয়ে ঘুরে বিশ্ব, তালে সুরে ছন্দে সাজানো দেখে দৃশ্য
ভাবতে বাধ্য হবেই শিষ্য,
গুরু দক্ষিণা বিনা
যেহেতু শিক্ষা সমাপ্ত হয় না
তবে কি সে
রইবে অকৃতকর্ম?


আর, ঠোঁটের কোণে আপন মনে
মুচকি হেসে ভাববে গুরু ...
এই তো হল সবে সঠিক দিশায়
পথ চলা শুরু....
সফল শিক্ষার এটাই ধর্ম।