ফাঁকা বুলি
অরুণ কারফা
মেঘ এসেছিল বৃষ্টি হয়নি
কেবল, আবেগ দিয়ে মন জুগিয়ে
চললেও তাই কুঞ্জবনে,
ফুল ফোটেনি মৌমাছির জন্যে তুলে গুনগুন মধুর ধ্বনি ।
অত হাঁকডাক ঘুর্ণি পাক থাকায় শত চেষ্টায় ফাঁক
কোনো কিছুতে মান ভাঙ্গাতে পারেনি জেদী ঘুমন্ত কলির,
তাই পায়নি গণদেবতাই তার অর্পিত পুষ্পাঞ্জলি।