সমতার রাত্রি
অরুণ কারফা


অপেক্ষায় থাকি রাত্রি কখন
            অতি চুপিসারে নামবে,
আলোর বন্যা থামবে;
        শেষ হলে মিথ্যে কলোরব
        দেশে প্রগতির নৃত্য উৎসব,
সত্যিকারের নীরবতা এলে
দৈত্যাকারের মিথ্যা মানুষ জানবে।


                  জানবে যখন মিছে স্বপন
                  দেখিয়ে কেমন করছে শোষণ
তারাই যারা কেড়েছিল মন
মিথ্যে শপথ নিয়ে তখন
                   আইনের শাসন আনবে।