স্বপ বিলাসী
অরুণ কারফা


ভেবে ছিলাম গড়ব জীবন দেখতে দেখতে পুরনো স্বপন
নতুন করে।


নতুন ভাবে সাজিয়ে বাগান
ফুলে ফুলে ভরিয়ে বিতান
নতুন বীজ করব বপন
ধীরে ধীরে।


এগোতে গিয়েই খেলাম হোঁচট,


বুঝলাম তা হয় না সফল এই সমাজের এই কাঠামোয়,
যতক্ষণ না ভাঙ্গছি তারে সবাই মিলে জোরে জোরে
দুমরে মুচড়ে।


না হলে তো , রীতিমত গিলতে হবে সতীর্থদের
ভাগের পাওনা কোপটি মেরে,
আর বাঁচতে হবে এই ভেবে
কী যে হবে পোড়া কপালে
যদি তারা উঠে জ্বলে
আবার দেখে পুরনো স্বপ্ন
ধুলো ঝেরে।