শাশ্বস্ত সাথী
অরুণ কারফা


না পড়লে পা শুকনো ঘাসে  সেদিনও কি থাকবে পাশে,
যেদিন অনায়াসে
              পেয়ে গেলে অন্য কোনো স্বচ্ছল খেলার সাথী;
পড়বে না আর দরকার তোমার
অচল পয়সার মত যার,  পথের বাঁকে আলোর অভাবে রাস্তা দেখানো কাজ হবে
আড়াল করে ঝড়ের আঘাত থেকে যে কোনো ভাবে
বাঁচিয়ে নিভুনিভু বাতি অজস্র বার।


যেদিন  তুমি,
একটা মলিন জুঁই ফুল চেয়ে
তরতাজা একগোছা পেয়ে
ভাববে সমানে গালে হাত দিয়ে আকাশ থেকে পড়ে
কীভাবে সাজাবে তা এই ছোট্ট কুটির পরিসরে,
যা ছিল ঠিক স্বপ্নের প্রতীক
আর, ভেবেছিলে অনন্ত কাল কাটিয়ে দিয়ে
যার মধ্যে থেকে গিয়ে হাত ধরে একদিন
প্রবেশ করবে স্বর্গদ্বারে রঙীন
রয়ে গিয়ে শাশ্বত সাথী আমার ।