হাসির মূল্যায়ন
অরুণ কারফা


মাঝে মাঝে গুলিয়ে ফেলি
        কোন হাসিটা বলব ভালো,
যে হাসিটা চতুর্দিকে
      সবার মুখে ছড়ালো আলো,
নাকি, যে হাসি ছড়ালে মুখে
           প্রিয়জনকে লাগে ভালো।


যে হাসিটা রাখে সুখে
দুধে ভাতে দেশের বুকে
          বাপ মা যাদের প্রাণ দিলো,
নাকি, পরিবারের জন্যে
রাত দিন ধরে হয়ে হন্যে
                   যা শুধু ধন কুড়ালো?


নাকি, সব হাসিই সমান ভাবে
ইতিহাসে অমর রবে
এই প্রশ্নের উত্তর পেতে
                 হবেই ইতিহাসে যেতে।


কিন্তু, ইতিহাস তো লেখে সে
পরের শব মাড়িয়ে যে
                 সিংহাসনে ওঠে শেষে ।