সম্মুখ সমর
অরুণ কারফা


        তাকে ছেড়ে ধীরে ধীরে
ওরা গেল সবাই ফিরে
গেল না শুধু সেই পাঁচ জন ব্যক্তি, যাদের ছিল একটাই ব্রত, একনায়কের অধিনত
হয়ে থেকে দেখিয়ে যাওয়া অর্থহীন ভক্তি
অথবা তাকে খণ্ডন করার যুক্তি।


.... বিদ্যুৎ গেল না পা নেই বলে
থাকলে কী আর থাকত নাহলে।


পদ্মলোচন গেল না কারণ,
তার ছিল না অবলোকন
করার মত দৃষ্টি
তাই, বুঝল না, না মিললে মতে
আলেয়ার মত রাতে
জ্বলে উঠে সৃষ্ট হয় কত গোষ্ঠী।


সুকর্ন গেল না, কী জানি কেন
হয়ত জানে না জটিল এহেন
অবস্থাতে কী করতে হয় ;
কারণ, ঐ করুণ অবস্থা...
একটুও ছিল না শ্রবণ ক্ষমতা
যদিও ছিল কোমল হৃদয়।


বোবা সুভাষ হয়ত পারলে
বোঝাত কী করতে আড়ালে,
সম্মুখে কিন্তু নয়,
এটুকু হয়েছিল বোধোদয়।


অবশেষে যে ছিল বসে
তার ছিল এক প্রদীপ্ত মন,
সে জানত পালিয়ে জীবন
পায় না কখনো মুক্তি:
প্রয়োজনে লড়াই লড়তেই হয় দেখাতে ন্যায়ের শক্তি। ।