ঝরা পাতার দুশ্চিন্তা
অরুণ কারফা


ঝরা পাতাটা ভালোই বোঝে,
                 না বুঝলেও কেউ সহজে ....
        ,,,,, শীতটা কখন ঠিক যাবে চলে,,,,,
তাই কি হয় চিন্তার উদয়
ডালে এসে নবকিশলয়
হঠাৎ উঁকি দিলে?


যদিও এটা সবার জানা,
নিঃসার হয় শরীর যখন
      সংঘাতের নেই সম্ভাবনা
তাদের দেখা পেলে......
প্রাণ প্রতিষ্ঠা আর হবে না
প্রাণপণ করে আরাধনা
বসন্ত কাছেও এলে।


তবুও করে আনাগোনা  
শাশুরির মনে আবর্জনা ....
নববধূর জিভের মত
নতুন পাতা হয়ে জাগ্রত,,,,
প্রতি কথায় খোঁচায় খোঁচায়
উঠতে বসতে চলায় ফেরায়
কাঁটা তার বিঁধবে কিনা
........ হৃদয় জ্বলে তলে। ।