মনগড়া গাথা
অরুণ কারফা


তুমি আছ তাই প্রাণ আছে ধড়ে
ঘন ঘন মনে পড়ে,


আবার, প্রেম এত  জটিল তত্ত্ব তাই,


                 ফেনা না তুলে সিক্ত চোখে
                 আদর করে তুলতুলে বক্ষে
                 ভালবাসা জানাবো তাকে,
                 সন্দেহ করে ফেললে সে বিপাকে।


রাত কাটলেও নিরুদ্বেগে প্রভাত হলে প্রবল আবেগে
শোনাবো পাখির কণ্ঠস্বরে গান,
মূর্ছা গিয়ে যাতে জড়িয়ে একান্তে
সঙ্গ দিয়ে জোগায় তাতে প্রাণ।


তারপর চোখ খুললে নিশ্চই
আর না শুরু করে হৈ চৈ
                     ভুলবে সে সেই দুঃস্বপ্নের কথা,
পুরোটাই যার ছিল আমার, না পাওয়ায় সান্নিধ্য তার ,
নিতান্ত মনগড়া ব্যথা।