কাণ্ডারির ভুমিকায়
অরুণ কারফা


অপেক্ষায় আছি কবে
এত জল চোখে সঞ্চিত হবে...
    যা দিয়ে সিঞ্চিত করা যাবে
     প্রতিবাদের প্রতিমূর্তী চারা,
এমনই আমার তরল নীতির
     অবিমৃশ্যকারী গতির ধারা।


এতটা ভুরু কুঁচকায় না আমার যা দেখে কখনও....
বুঝতে পারবে জনগণ ও     ক্লিষ্ট লোকে
      কারুর বিবেক রয়েছে জেগে;
        
কোতোয়ালের মত অবিরত
         বিপদের মুখে হয় না নত,
  আর থাকে শুধু ডাকের অপেক্ষায়      
      রাতদিন এক গভীর উদ্বেগে নাকের ডগায়।


এতটা নাক সিঁটকাই না এখনও  
নীতিভ্রষ্ট কাজে ঘৃণায় ,,,,,,,
যা দেখে বীণায় ঝংকার তুলে সহযাত্রীরা বাঁধবে সুর,
---ব
দূর থেকে বহুদূর - - -
সমস্বরে সবাই উঠবে আনন্দে গেয়ে  
আর আমি থাকব সেই লড়াইয়ে পুরোধা হয়ে
                 নির্ভীক কাণ্ডারির ভূমিকা নিয়ে।।