অবাধ বিচরণ
অরুণ কারফা


তার বৈচিত্র্যময় বিরল সম্ভারে,
রাত যত বাড়ে তমসের আড়ে ,,, স্বপ্নে আসে এক অতিথি যার ,      
                 নতুন করে পরিচিতি জানার
প্রয়োজন হয় না আমাদের আর।


শুধু একটা কথা, পারি না বুঝতে
সারাদিন এত সময় থাকতে
          কেন সে আসে রাত্রি শেষে
--কেন আসে না ভুলেও দিবসে --
__প্রকাণ্ড সূর্য ব্রহ্মাণ্ড কাঁপিয়ে
চাঁদ তারাদের চোখ ধাঁধিয়ে
যখন, আকাশকে করে দিগন্ত ভরা নীল,
      যার মাঝ দিয়ে ডানা মেলে দিয়ে
      আপন মনে উড়ে যেতে গিয়ে
সামান্য বাধাও পায় না চিল।


হ্যাঁ, এটাই বোধহয় তার
অন্ধকারে লুকিয়ে আসার, আসল কারণ.....
দিনের আলোয় সুশীল সমাজে
এত বেশি ঘোরে বৈষম্য যে,
উচ্চস্বরের সঙ্গে নিম্নস্তরের মানুষ
চলাফেরা করতে
                         পারে না সহজে।