সাগর হতে মেঘের পরতে
অরুণ কারফা
অগাধ সলিলে খুঁজি না আমি আমার নদীকে..
যেতে যেতে খরস্রোতে যে এঁকে বেঁকে বিলীন হয়ে হারিয়ে যায় উত্তাল ঢেউয়ের বিশাল গর্তে,
আমারই দেওয়া সামাজিক শর্তে।
বলেছিলাম তাকে, বাঁচতে চেয়োনা কেবলই বাঁচতে ,
জীবনকে বওয়াও এমন এক খাতে
প্রয়োজনে যাতে বিসর্জন দিয়েও সমস্ত কিছু প্রিয়জনের স্বার্থে
এগিয়ে যেতে পারো সারাক্ষণ
কদমে কদমে শিখিয়ে অধমকে
জানেনা যে লড়তে সমাজ গড়তে
- - উজার করে ঢেলে নিস্বার্থে--
পরে যাতে খুঁজে পেতে হয় তাকাতে
সমুদ্রের ফেনায় নয় মেঘের পরতে ।