সম্পর্কের সৎকার
অরুণ কারফা


কুঞ্জ বনে বাজিয়ে বাঁশী,   আপন মনে সাজিয়ে হাসি
                 ফুলের বাগানে ফাগুনের দিনে
ছিলাম দুজনে (মানে, যা ভাবছিলাম ) বেশ পাশাপাশি।


কিন্তু এরপর বসন্ত যেতে
সম্পর্কে তিক্ততা আসতে
এক উদ্ভট চিন্তা করল ভর আমার মাথার উপর,
কীভাবে তার করি  সৎকার!
তবে, একথা বোঝার ক্ষমতা আর ছিল না তখন তেমন আমার ।


সম্পর্কের অবনতি পাচ্ছিল গতি গত কয়েক বছর ধরে ,
                  বেশ ভালো করে তা মনে পড়ে
যদিও খুব আস্তে আস্তে, ধাপে ধাপে ধীরে ধীরে।


তাই, ভুল বশতঃ কিছু ভুল করে তারপর তা স্বীকার করে
                    ভেবেছিলাম ভুলটা নেব শুধরে
           কিন্তু, তাতে ভুল বোঝাবুঝি আরো বাড়তে
       পরিস্থিতি গেল অনাকাঙ্খিত ভাবে হাতের বাইরে।


তাই বোধহয় মনে হয় এখন কী জন্যে চায়না লোকজন
ভুল হলে তা স্বীকার করে মনের মানুষকে ঠেলতে দূরে
তাতে, সম্বন্ধে ভালো হওয়া তো দূরের কথা
মৃত্যুর পর সেই সম্পর্কের
কীভাবে সে করবে সৎকার
না বুঝতে পেরে তা আর,
অবাঞ্ছিত এক নতুন ধরণের বিপদ হয় তার।