বেকারই বলা


দিন আমার বেশ কেটে যায়...
আর পাঁচ জনের মতই
সকাল থেকে সন্ধ্যে গড়ায়
             পার্থক্য শুধু এইটুকু যে
              প্রহর নেই কোনো মাঝে।


তবু আমি প্রহরী সেজে
পাহারা দিই বিবেককে যাতে
ভুল করে পড়ে ভুলের ফাঁদে
শুধরে যায় কষা আঘাতে।


তবে প্রহর না থাকায় মাঝে
বেকারত্বের শিকার হয়ে, যে
দ্বিপ্রহরের ক্ষিধের জ্বালায়
বসে শুধু হাত কামড়ায়
        ... রাজি হয়েও যে কোনো কাজে....
তার সেই করুণাবস্থা  না আসাতে দৃশ্যপটে
                    সময় আমার ভালোই কাটে।