ভুতের ভবিষ্যৎ
অরুণ কারফা


ওদের সঙ্গে কথা বলি,
ঠায় দাঁড়িয়ে থেকেও ওরা সঙ্গ দেয় ভূবন জোড়া
আর তা পাথেয় করে সযত্নে মালা গড়ে
ঝুলিতে ভরে,
সময়ের সঙ্গে এগিয়ে চলি।


ওরা মুগ্ধ করে
এ নিয়ে নেইকো দ্বিমত
তবু ওদের নিধন করে বদখৎ বাসস্থান গড়ে
মানুষ বোঝে না ডাকছে বিপদ।


বিস্ময়ে তাই ভাবতে থাকি হাতের কাজ রেখে বাকি
সবটুকু সবুজ গেলে ভবিষ্যতে নয়ন মেলে
দেখব কি শুধু কালো মাথা
যারা করছে এই অবস্থা
সাগর গর্ভে জমি খুঁইয়ে
সবংশ যাচ্ছে নিপাত।