মহাকাশ যাত্রায় বিভ্রান্তি
অরুণ কারফা


চাঁদকে ভালবাসি বলে সূর্য গেলে অস্তাচলে
নিশ্চিন্তে সময় পাই
রাতের কোলে মাথা রেখে মহাকাশের দিকে বন্ধ চোখে অন্ধত্ব ঘুচিয়ে চা'ই।


মনে হয় কোনো বিদগ্ধ মনিষী বলেছিলন ক্লান্ত নিশি ক্রমশই হলে ঘোর,
আত্মকেন্দ্রিকতা ছাড়িয়ে ক্ষুদ্রতার গণ্ডি পেরিয়ে
বিশ্বজনীনতায় হয় বিভোর।


তাহলে কি আলোর অভাব ঢেকে ফেলে অবাঞ্ছিত অসাম্যের ভেদভাব বাড়িয়ে তোলে সম্প্রীতি সদ্ভাব?


কিন্তু তাতে বিভ্রান্তি আরো বাড়তে, চে'য়ে থাকি সেই ভোরের পানে
যখন সূর্য উঠে জ্ঞানের আলো ছড়ালে অজ্ঞতার ভূবনে, মানুষ বুঝবে মনুষ্যত্বের মানে ।