সোনার খাঁচা
অরুণ কারফা

যদি, সুখপাখি শূন্য ছেড়ে
বন্দী হতে চায়
কারুকার্য করা সোনার খাঁচায়
তখন আকাশ কী করে?
একটা কালো মেঘের নিবিড় আড়ে ঝর  ঝর করে কেঁদে অঝোরে
চাঁদের কাছে বায়না ধরে
যতক্ষণ না আলতো করে স্নিগ্ধ জ্যোৎস্না পুঁছে দেয় তার অশ্রুধারা সোহাগ ভরে।

তারপরে, উঠলে সূর্য পরের দিন
পরের সকালে
বা দুপুরের দিকে অথবা বিকালে
পাখি কিন্তু আর চায়না ফিরতে তথা কথিত মুক্ত কোলে
         যদি পারে বুঝতে
হলেও তা সোনা দিয়ে গড়া, আপাদ মস্তক খাদে ভরা
তবুও তার সাথে মানিয়ে নিলে
মনের মানুষ দেবেই ধরা।