দুঃখের মাঝে সুখ
অরুণ কারফা


আছড়ে পড়লেও তীরে এসে
সফেদ ফেনীল নীল ঘন ঢেউ,
বালির ক্ষতি হয় না কোনো
সে শুধু নেয় জায়গা অন্য,
......... বুঝতে পারার আগে কেউ।


আয়নায় ধরে ফেললেও চাঁদ
যখন কিছুতেই পড়ে না খসে,
       জীবনে পেতে একটু স্বাদ
প্রেমিক শেখে জ্যোৎস্না ছাড়া
প্রেমের খরা মেটাতে হেসে।


তেমনই, শেষে বসন্ত এসে
ফুলের ফোয়ারা ছড়ালে হেসে
      শীতের কষ্ট নিমেষে ভুলে
      ডুবন্ত যেন সাঁতরে কুলে
উঠেই ছেড়ে দীর্ঘশ্বাস
         হাসতে শেখে ভালবেসে।