স্ত্রৈণ
অরুণ কারফা


সেদিন কাক ভোরে,
কেবলমাত্র মনের জোরে....
                  সাঁতার  না জেনেও, গর্জন করে দূরন্ত বেগে এগিয়ে যাওয়া এক খরস্রোতা
অতি কষ্টে অতিক্রম করে,
         মনে পড়ে গেল ভাবনা গুলো
         ছেড়ে এসেছি ভুল বশতঃ নদীর ওপারে।


হ্যাঁ, ক্রমে ক্রমে এটাও মনে পড়ল পরে.....


     যে ব্যাপারটা হয়নি বলা
     অনিচ্ছা সত্বেও ভুলে ,,,,
ভাবনা গুলো গচ্ছিত ছিল
জীবন সঙ্গীর নিরাপদ আঁচলে।


তাই, ফলতঃ ঠিক তারপরে,


                      সেই প্রথম বার জীবনে আমার
বুঝতে পারলাম হালকা মনে,
এতটাই পরজীবী হয়েছি যে,
        ভুলে গেছি নিজের সত্ত্বা সহজে।