অচেনা রতন
অরুণ কারফা


সেদিন সেই অকস্মাতে
ধানের ক্ষেতে হারিয়ে যেতে
                                   উন্মুখ
না হলে মন,
জানত কি সে গৃহী বেশে
জড়িয়ে ধরে উষ্ণ আবেশে
                           রোদ করবে
আপ্যায়ন।


পালিয়ে গিয়ে পাহাড় ডিঙ্গিয়ে  
অচিন দেশে না লুকিয়ে
                                 শান্ত না
হলে  মন,
সেদিন কি সে জানতো হেসে
রুপোর মেঘ এগিয়ে এসে
                               জানাচ্ছে  
অভিবাদন।


অগুন্তি নীহারিকার মাঝে
হারিয়ে গিয়ে সেদিন সাঁঝে
                             না হারালে
রাস্তা মন,
সেদিন তো সে জানতো না যে
তারও ভিতর জোনাক সেজে
                                লুকাচ্ছে
তারার ধন।


অচেনা বন্ধু তাই,
না হেঁটে অজানা পথে
হাঁটলে চেনা লোকের সাথে
      চিনবে না মন
             অমূল্য রতন।