মেঘে ঢাকা তারা
অরুণ কারফা
16.04.23


ভাগ্য না হলে প্রসন্ন,,,,
মেঘে ঢাকা থাকলে  শূন্য
বিষন্ন প্রেমিকের কপালে জোটে না
পূর্ণিমাতেও পূর্ণ চাঁদ।


                           ঠিক তেমনই,
                           ফোটে না ফুল হলেও নির্ভুল সময়ে বসন্তের আবির্ভাব
       আসন্ন প্রেম না হলে নিখাদ।


তাই, মনে হয় একটা হলেও মেঘে ঢাকা তারার যদি
হত তখন আত্মপ্রকাশ,
সেটাই হত তুরুপের তাস।