এ'রম যদি হত
অরুণ কারফা


সে জ্বলে ওঠে ক্ষণে ক্ষণে দেশলাইয়ের মত শোষণ শুনে,
চাঁদের মত উর্ধ্ব গগনে নয়,
কাছে এসে ভালবেসে উষ্ণতা দেয়
লাজুক হেসে
মায়েরা যের'ম হয়।


সে গলে না ক্রমে ক্রমে মোমের মত চরম গরমে বিরক্ত যখন হয়,
মাখনের মতই কোমল স্বভাব, যার সঙ্গে তার ভাব এলেই তার অসময়।


অভাব দেখলে স্বভাব এমন পালিয়ে যায় না যেমন কৃপণ
দয়ার উদয় হয়,
দেদার চিত্তে না করলে দান শান্ত হয় না উদার প্রাণ
তৃপ্ত হয় না ক্ষুব্ধ হৃদয়।