ছায়ার খেলা
অরুণ কারফা


তার কথা নয় বলব পরে
    আগে বলি সে কী করে,,,,,
না না, তারও আগে বলি সে কী কী করে না.......


      ঘাসের 'পর ভোরের বেলা
      পড়লে শিশির করলে খেলা
      তার উপর দিয়ে হেঁটে চলার
      বাসনা হলেও মনের কোণে
                           জমতে দেয় না।


বেলা হলে সূর্য উঠলে
ফুলের মুখে হাসি ফুটলে
ইচ্ছে হলেও তুলতে তাকে
গুঁজে দিতে চুলের ফাঁকে
         জীবনেও সে হাত বাড়ায় না।


     তার চেয়ে বরং অদূর থেকে
     দাঁড়িয়ে থেকে চে'য়ে দেখে
     ভোমরা কেমন মধু খেয়ে
     তৃপ্তি নেয় মনের সুখে
          ভুলেও তবু সে তাড়ায় না।


তেমনই দুপুরে চোখ জুরে
এলেও ঘুমে গাইলে অদূরে
কোকিলের সঙ্গে মেলায় গলা
নাই বা মিলল সুর বেসুরে
         তবুও কিন্তু বিরতি নেয় না।  


      আর সন্ধ্যে হলে ধন্ধে পড়ে
      চাঁদকে সূর্য মনে করে
     গাছের নিচে ছায়া খুঁজে  
     নাই বা পেল তা সহজে
       কক্খনো ব্যর্থ মনোরথ হয় না।