কাল্পনিক লড়াই
অরুণ কারফা


দিঘীর বুকে মনের সুখে আঁকছিলাম এক কাল্পনিক জগতের অপ্রকাশিত,,,,    
                  অকল্পনীয় ছবি,
যেখানে খেলার চাপে ধাপে ধাপে ছেলেটার পড়াশোনা, জ্ঞান, সাধনা, ইত্যাদি বন্ধ হচ্ছিল সবই।


তখন জলের তলের উপর দিয়ে উড়ে গিয়ে বসতে এক বক
ফুরসত নিয়ে দূরের কোনো পাতা ঝরা কৃষ্ণচূড়ার শাখে,
মনে হল ছবির গায়ে আঁচর কেটে বুঝিয়ে দিল চিত্রপটে,
তাকে ছাড়া মনগড়া কল্পনা করা যাবে না,
            যতই বড় শিল্পী হই একজন প্রতিলাখে।


তাই, তার জায়গাও দিতে হবে আঁকিবুকির ফাঁকে,,, ,,,
বোঝাতে গেলে চলার বাঁকে পড়লে কোনো ছেদ,


কীভাবে অদম্য জেদ  নিয়ে যেতে হবে এগিয়ে, না টেনে পূর্ণচ্ছেদ
..............লড়াই চালিয়ে তাকে।