কাল্পনিক প্রেম
অরুণ কারফা


আচ্ছা এমনটা যদি হয়
... না প্রতিদিন নয়...
কোনো একদিন আমার মনে হয়
     সূর্যোদয় হচ্ছে এক রক্তাক্ত গোলার পরিক্রমণের সামান্য অধ্যায় জীব জগতে  
সেদিনও কি বলবে তুমি সজ্ঞানে
      আমার পাশে দাঁড়িয়ে সমানে
      আমিই ঠিক তোমার মতে
- তাই কার্যত উপেক্ষিত হোক -
সেই নৈসর্গিক দৃশ্য তাচ্ছিল্যের সাথে।


                    আবার যদি কোনোদিন এমন হয়...
চাঁদ না ওঠায় মেঘের ফাঁকে
নদীর বাঁকে ঝাঁকে ঝাঁকে
জোনাকির মেলা আয়োজিত হওয়ায়
আমি ভাবছি তাদের দেখে
আগুন লেগেছে হাওয়ার বুকে,
         সেদিনও কি বলবে তুমি এমনই হেলায়
          গুজবে কান না দিয়ে অযথা বৃথায়
           ঝড়ের বেগে সময় এগিয়ে যাওয়ায়
- নিজের কাজে মন বসাতে।


                  কিন্তু জীবন থেকে বাদ দিলে এদের মন ভোলানো উপাখ্যান প্রিয়ে
                  তোমাকে ভুলিয়ে রাখবো প্রেমের কোন বিশেষ উপাদান দিয়ে?