মৃত্যুর অমরত্ব
অরুণ কারফা


ধরাতলে সবাই বলে
               একমাত্র সত্যি হচ্ছে মৃত্যু;
মরতে হবেই একদিন সবাইকে
কিন্তু,
একথা যদি মেনেও নিতে হয়
তবে আর কীসের ভয়
মৃত্যুরও একদিন মৃত্যু হয়।


তারও হয় স্বর্গবাস অথবা নরক গমন
কিংবা হয় পুনর্জনম।


তবে, একটা ব্যাপার বেশ পরিস্কার
মৃত্যু যখন নিজেকেই নিজে করে নিকেষ
আত্মহত্যাই হয় তার যাত্রার শেষ।


আবার এসব কথা ভেবে
        এও মনে হয়
যারা দেয় দেশের জন্যে প্রাণ
অথবা সমাজ গঠনে করে অবদান,
       তারা তো অমর ;
তাহলে তাদের মত মৃত্যুও অনেক দুষ্কৃতীকে মৃত্যুর পথ দেখিয়ে....
অথবা যে বাপ মা সন্তানদের দ্বারা অবহেলিত, নিগৃহীত এবং উপেক্ষিত
তাদের নরকযন্ত্রণার থেকে
নিষ্কৃতি দিয়ে
পূণ্য সঞ্চয়ের ফলে
হয়ত পেয়েছে অমরত্ব।