এমন অভাবী বন্ধু চাই
অরুণ কারফা


এমন গরীব বন্ধু চাই-
যে প্রকৃত অর্থে নিঃস্ব....
        ..... ভয় নাই অহংকার নাই মিথ্যা কুৎসা শুনেও যার নাম মাত্র বিকার নাই,
এত সব না থাকা সত্ত্বেও
অভাবের মধ্যে থেকেও এত
গভীর রাতে বিপদ এলে পরম সুখের নিদ্রা ভুলে
           দৌড়ে এসে দাঁড়ায় পাশে
            যেন পিতামহ ভীষ্ম।


বলিষ্ঠ কণ্ঠ থাকলেও তাতে  মেকী সমালোচনার ভঙ্গিমাতে কাউকে যে  বিদ্ধ করবে
             সেই তীক্ষ্ণ শ্লেষের ধার নাই,
তবু, এসব সত্বেও দুঃখ নাই।