অদম্য বেকার  
অরুণ কারফা


দেখছিলাম তার দুচোখে ঘন অন্ধকার নেমে আসতে
কালো কুচকুচে ছায়ায় ঢেকে
-ভরা যৌবনে ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে-
মন বলল, এমন তো নয়, দেখিয়ে ভয় এই অন্ধকার একদিন গিলেই ফেলবে তাকে।


তার একটাই কারণ, গড়ে তোলার জন্য জীবন আলোর যে ভীষণ প্রয়োজন;
তাই, দামালদের মাঝে চেষ্টা করি খুঁজে পেতে ঝলমলে সুপ্ত তারাকে
আঁধার ঢাকা ছায়াপথে,
যে একদিন নিজে যে আলোয় হয়েছিল স্নাত
তার প্রতিফলন ঘটিয়ে অন্যকে করবে আলোকিত।


অনাস্থার  জন্ম নিতে দেখে আমার মুখে
সে বলল হেসে রাখঢাক না আদৌ রেখে,
তোমরা যাকে পরিহার কর তার বাহ্যিক কলেবরের জন্য
সেই অন্ধকারেই দেখি আমি ভবিষ্যতে দেশ গড়ার স্বপ্ন।