পরকীয়া
অরুণ কারফা


ব্যপারটা বেশ ভাবিয়ে তুলল সেদিন......
সূর্য গেলে অস্তাচলে
একলা থাকা কঠিন হলে
নতুন সাথী আবার খোঁজে মেঘ,
ধূলিসাৎ হয় নৈতিকতা
অথবা মেকী দুর্বলতা
অথবা প্রেম প্রণয়ের আবেগ।


তাই তো ঐ শশীকলা
সূর্যমুখীর এড়িয়ে শলা
মেঘের সাথে গড়ে নতুন সম্পর্ক,
যেন কিছুতেই আর কোনোদিন
ফিরবে না কপালে সুদিন
তাই, এই নিয়ে লাভ নেই বাড়িয়ে তর্ক।  


আর এ ব্যাপারে চন্দ্রমুখী
এড়িয়ে যায় সম্পূর্ণ ভাবে তার দায়িত্ব,
কারণ, চাঁদ না থাকলে দিনের বেলায়
সূর্যের সাথে একই খেলায়
সেও তো মাতে অবলীলায়
তাই বলার মত থাকে না বাক্য।