অন্তর্চিত্র
অরুণ কারফা


সময়ের সাথে অনেকেরই  অনেক কিছু অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে যায়,
এই ধরো যেমনটা ঐ চশমা খানা যা আটকে থাকে নাকের ডগায়....
কিন্তু তাতে কি কারুর মোটের উপর চরিত্র বদলায়?


সেও নয় কেউ পড়ল না ধরো, হতেই পারে জ্ঞানের অভাবে,
কিন্তু পাকলেই কি চুল বদলে যায়, বিন্দুমাত্র কেউ স্বভাবে?


লাঠি ধরতে লজ্জা পেলেও আসবেই সময় একদিন জীবনে,
যেদিন সে ছাড়া যাবে না দাঁড়ানো চলার পথে কোনো ভাবে।


তখন যেহেতু থাকবে না আর নিয়ন্ত্রণ কারুর ইন্দ্রিয়র উপরে
মলাটহীন মনের ছবিটা দেখিয়ে দেবে কী চলছে ভিতরে।