বিরহের ঘনত্ব
অরুণ কারফা


শতেক আলোকবর্ষ পথ
দেব অন্ধকারেও পাড়ি,
যদি একথা জানতে পারি
সে'ই জোনাকিটা এসেছে ফিরে
আবার ঝলক দেখাতে তারই।


সে এসেছিল প্রথম যখন
আমার জীবনে এলো নারী,
তার আলোতেই দেখে মুখ
প্রেমের বার্তা করেছিলাম জারি।


আর আজ, একথা বড়ই সত্য
এত বেশি বেড়ে গেছে দূরত্ব,
একমাত্র, সে' ই পারে করতে দূর
তিমির বিরহের এই ঘনত্ব।