ঘরকুনো
অরুণ কারফা


    
     থেকেও যখন কাজের ঝোঁকে  
      আলতো ভাবে আড় চোখে
দেখি তাকে ঘুমের মাঝে
কেমন শক্ত করে সহজে
           মুখের উপর বলি রেখা;
বুঝতে হয় না অসুবিধা
কাটিয়ে ভ্রম কাটিয়ে দ্বিধা
     এবার হয়েছে সে একরোখা।


এবার সে পরের জন্য,
লড়বে এলেও বাধা বিঘ্ন
           তুচ্ছ করে, করে অমান্য।


অথচ কাটলে স্বপ্নের রেশ
তখন আগের মতই বেশ
          "তুমি আমার আমি তোমার"
          সেই একে অন্যের জন্য,
এই মন্ত্রে হয়ে দীক্ষিত
           নিজের জন্য হয় ঘরকুনো।